0
আস্সালামু-আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।।
Messenger;fb


আপনারা সবাই জানেন যে কম্পিউটার বা ল্যাপটপ এর জন্য ফেসবুক মেসেঞ্জার এপটি ছিল তা এখন আর চালু নেই, এটি সুধুমাত্র স্মার্ট ফোন বা ট্যাবে চলছে।
কিন্তু আপনি চাইলেই আপনার পিসি বা ল্যাপটপেও চালাতে পারবেন ফেসবুক মেসেঞ্জার। এর জন্য আপনাকে কোন প্রকার এ্যাপস ব্যাবহার করতে হবেনা।

এজন্য আপনাকে শুধুমাত্র  যেতে হবে ফেসবুকের অফিসিয়াল মেসেঞ্জার সাইটে।
আপনার ব্রাউজারেই হবে, অন্য কোনো ব্রাউজার লাগবে না। একটা ট্যাবে শুধুমাত্র মেসেঞ্জার ওপেন করে রাখুন আর অন্য ট্যাবে আপনার কাজ করতে থাকুন। মেসেঞ্জার এপের মতোই পাবেন নটিফিকেশন।
ফেসবুকের অফিসিয়াল সাইটে যেতে এখানে চাপুন
তো আর কি।ব্যবহার করতে থাকুন ফেসবুক মেসেঞ্জার।

ভালো থাকুন, সুস্থ থাকুন, Currentshare.com এর সাথে থাকুন।।

Post a Comment Blogger

 
Top