0
হার্ডডিস্ক কম্পিউটারের খুব গুরুত্ত্বপুর্ন একটি অংশ। আমরা যখন কোন নতুন হার্ডডিস্ক ক্রয় করে থাকি তখন এর নিদিষ্ট কিছু সময়ের জন্ন ওয়ারেন্টি অথবা গেরান্টি থাকে। এই সময়ের মধ্যে কোন সমস্যা হলে তা আমরা বদলিয়ে বা ঠিক করে আনতে পারি। কিন্তু এরপর যদি হার্ডডিস্ক এর কিছু হয় তাহলে আমাদের করার কিছুই থাকে না। তাই একটু সতর্ক হলেই হার্ডডিস্ক ভালো রাখা যায়।

HDD problem,Hdd Problem solution

  • নিম্নে কিছু গুরুত্ত্বপুর্ন টিপস দেয়া হলো আপনার হার্ডডিস্ক সুস্থ রাখার জন্য :-


► হার্ডডিস্ক এর প্রটিটি পাটিশনে 25% খালি যায়গা রাখুন।
► প্রতিদিন দু-একবার ডিফ্র্যাগ করুন। এতে হার্ডডিস্ক এর স্পিড ভালো থাকবে।
► সপ্তাহে একবার এর জাঙ্ক ফাইল পরিস্কার করুন।
► হার্ডডিস্ক এর তাপমাত্রা ঠিক রাখার চেষ্টা করুন।
► হার্ডডিস্ককে কোন ভাবে যাতে ধুলাবালি না জমতে পারে সেদিকে খেয়াল রাখুন।
► বিদ্যুতের হাত থেকে বাচার জন্য ইউপিএস ব্যবহার করুন।
► বছরে দু-একবার হার্ডডিস্ক লো লেভেলে ফরমেট দিন। প্রয়োজনে সকল ডাটার ব্যাক-আপ রাখুন।
► উইন্ডোজ এর ইনডেক্সিং বন্ধ করে দিন। এতে অযথা ডিস্ক এর ক্ষয় হবে না।
► হার্ডডিস্ক এর এটিএ কেবল ব্যবহার।

Post a Comment Blogger

 
Top