কম্পিউটার ব্যবহার করেন অথছ কম্পিউটার এর ফাংশন কী এর ব্যবহার জানবেন না তা কী করে হয় জেনে নিন কম্পিউটার এর কীবোর্ডের উপরে থাকা ফাংশন কী এর ব্যবহার। যদি আগে জেনে থাকেন তবে ভালো তবে ভুলে গেলে বা না জেনে থাকলে নিচে থেকে জেনে নিন।
> F4 : ক্লিক করে মাইকরোসফট ওয়ার্ডের সর্বশেষ কাজ করা আবার ফিরেএ আনা যায়় । Alt+F4 একসাথে ক্লিক করে চালু থাকা সব উইনডোজ প্রোগর্াম বন্ধ করা যায়। আপনি ব্যবহার করেলেই বুঝতে পারবেন। এছাড়াও Ctrl+F4 ক্লিক করে ও সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
> F5 : ক্লিক করে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা যায় F5 ক্লিক করে। মাইকরোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা যায়। ব্যবহার করুন বুঝতে পারবেন।
> F7 : প্রেস করে ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা যায় । মজিলা ফায়ারফক্স ব্রাউজার এর Caret browsing চালু করা হয়। Shift+F7 ক্লিক করে ওয়ার্ডে কোনো সিলেক্ট করা শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।
> F8 : উনডোজ দেওয়ার জন্য কাজে লাগে এটি সাধারনত সেভ মোডে উইনডোজ ওপেন করতে এটি ব্যবহৃত হয়।
> F11: এই বাটন ক্লিক করলে উইনডোজ এর স্কিন ফুল স্কিন করে দেখাবে ।
> F12 : মাইকরোসফট ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি প্রেস করে অর্থা shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 প্রেস করে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook